নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন। প্রকাশিতঃ ১৭:০৭, ২৫ ডিসেম্বর ২০১৯
বগুড়ার শেরপুরের ররোয়া গ্রামে মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান রান্নাঘরে ঢুকে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে এ ঘটনা ঘটে।
নিহত জহুরা খাতুন ওই এলাকার গহর আলীর স্ত্রী।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রান্নাঘরে ঢুকে গৃহবধূ জহুরাকে চাপা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন