নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন। প্রকাশিতঃ ১৮:০০, ২৩ ডিসেম্বর ২০১৯
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতের তীব্রতা বাড়ায় গ্রামাঞ্চলের অস্বচ্ছল, দুস্থ ও শীতার্তদের সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থা’।
সংগঠনের কার্যালয়ের সামনে শতাধিক অস্বচ্ছল, দুস্থ ও শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন সংগঠনের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আবু সাঈদ খান।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুস সালাম খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি মো. আহাদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন কবির, সদস্য জিনারুল ইসলাম, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, আতিয়ার রহমান, অসীম মন্ডল, সঞ্জয় মন্ডল, শাহিনুর, তাজমুল, আবু রায়হান খান, সোহেল, রিয়াজ, হাসিবুল বাপ্পি, আসাদুল, মিরাজুল, সাকাত, বারিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।