ডেস্ক রিপোর্ট : অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে মাত্র আড়াই দিনে টেস্ট হেরেছে বিরাট কোহলির ভারত। দ্বিতীয় ইনিংসে চরম ব্যর্থ হয়ে মাত্র ৩৬ রানেই অলআউট হয় ভারত।এই পরিস্থিতে ঘুরে দাঁড়াতে চায় তারা, ভুলতে চায় ৩৬ রানের দুঃস্বপ্ন।অধিনায়ক কোহলির অবর্তমানে ভারত আরো চাপে পড়তে পারে ভারত। এজন্য দলে আনা হচ্ছে বড় পরিবর্তন। কোহলির জায়গায় আসতে পারেন লোকেশ রাহুল। আর কোহলির অবর্তমানে অধিনায়কের ভূমিকায় থাকবেন অজিঙ্কা রাহানে।কোহলির সঙ্গে দেশে ফিরতে হয়েছে পেসার মোহাম্মদ শামীকেও।
হাতে ছোট পাওয়া শামীর জায়গায় দলে আসতে পারেন রবিন্দ্র জাদেজা। এছাড়া চাইনাম্যান বোলার কুলদ্বীপ যাদবও আছেন আলোচনায়।মোহাম্মদ সিরাজ ও নভদ্বীপ সাইনিও রয়েছেন পুরোপুরি ফিট। প্রথম দুই ওয়ানডেতে বাজে বোলিং করলেও সিডনিতে দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাইনি। অন্যদিকে, পেস কন্ডিশনে লাল বলকে দারুণ সুইং করতে পারেন সিরাজ।প্রথম টেস্টের দুই ইনিংসেই চরম ব্যর্থ হওয়া ওপেনার পৃথ্বী শ’র জায়গায় শুভমান গিলের ফেরাটা মোটামোটি নিশ্চিতই।