ডেস্ক রিপোর্ট : নাটোরের সিংড়ার চলনবিলে কোন দিন পাখি শিকার করবো না ও পাখি রক্ষায় নিজেকে নিয়োজিত রাখবো মর্মে মুচলেকা নিয়ে সোমবার তিনজন পাখি শিকারিকে ছেড়ে দেওয়া হয়েছে। অবমুক্ত করা হয়েছে পাঁচটি পাখি ও আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে পাখি শিকারের দশটি (দুই হাজার ফুট) কারেন্ট জাল।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সোমবার কাক ডাকা ভোরে উপজেলার খরসতি বিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয় কারেন্ট জাল ও পাখি।
আরও পড়ুন :ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ পদক্ষেপ
তারা হলেন- খরসতি গ্রামের হাসান আলী, ফিরোজুল ও সজিব ইসলাম।
পরে স্থানীয় তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের জিম্মায় আটক পাখি শিকারিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পাখি শিকার রোধে বিভিন্ন বাজারে পথসভা ও প্রচারণা চালানো হয়। এই প্রচারণায় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রাম্য প্রধানবর্গ অংশ নেন।