ডেস্ক রিপোর্ট : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। তবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়ন কেন্দ্র সকাল ১০টা পর্যন্ত প্রায় ভোটারশূন্য থাকতে দেখা গেছে। ওই কেন্দ্রের মোট ভোটার দুই হাজারের বেশি। দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১০১টি।
আরও পড়ুন : জাল ভোট দিতে এসে জেলে গেলেন যুবক
ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ফাতেমা আক্তার বলেন, এ কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। গ্রামের মানুষ সকালে মাঠের কাজ শেষ করে এবং নারীরা রান্না ও গৃহস্থলির কাজ শেষে দুপুরের দিকে কেন্দ্রে আসবেন বলে মনে হচ্ছে।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে ফরিদপুরের ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ১৩ ইউপি আজ (২৮ নভেম্বর) ভোটগ্রহণ চলছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন