বিজ্ঞপ্তি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ৩’শ ৫০টি পরিবারের প্রত্যেকের মাঝে ৫ কেজি চাল ও একটি করে কম্বল বিতরণ করেছেন।
আজ বুধবার সকালে নগরীর খালিশপুরস্থ প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে তিনি খাদ্য এবং শীতবস্ত্র বিতরণ করেন।
স্থানীয় একজন সমাজসেবকের উদ্যোগে এ ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়।
কেসিসি’র কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, মোঃ ডালিম হাওলাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ফেসবুকের সাথে কমেন্ট করুন