পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন পাইকগাছার মহাসিনা শিরিন।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চাঁদনী এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মোছাঃ মহাসিনা শিরিন ২০২০-২০২১ করবর্ষের খুলনা জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী মহিলা করদাতা হিসেবে মনোনীত হন।
বুধবার সকালে কর অঞ্চল খুলনার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মহাসিনা শিরিনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সম্মাননা পাওয়ায় মহাসিনা শিরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিজ এলাকার ঠিকাদারী প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ফেসবুকের সাথে কমেন্ট করুন