ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া মাগুরখালী ইউনিয়নে আবারও নির্বাচনে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আহম্মদ সরদার জয়ী হয়েছে।
বুধবার সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত খোরেরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে পূনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত ১১ নভেম্বর নির্বাচনে চাচা-ভাতিজা দু‘প্রার্থী সমভোট পাওয়ায় পরবর্তি অনুষ্ঠিত নির্বাচনে আহম্মদ সরদার তালা প্রতীকে ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী ও ভাতিজা ইউনুস সরদার মোরগ প্রতিকে ৪৬৮ ভোট পেয়ে পরাজিত হন।
দিনব্যাপি উৎসব মুখর পরিবেশে ১৩৩৬ ভোটারের মধ্যে ১০২৫ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিজাইডিং ’র দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস। সাথে নিয়োজিত ছিল ১জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট,৭২জন পুলিশ ও ১৭জন আনসার।
ফেসবুকের সাথে কমেন্ট করুন