দিঘলিয়া প্রতিনিধি: খুলনার দিঘলিয়ায় জামান জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১২ টার দিকে জুট মিলটিতে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মিলের হার্ড ওয়েষ্ট মেশিন থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
জামান জুট মিলের ডিজিএম ( প্রশাসন) রিপন মোল্লা জানান, আগ্নিকাণ্ডে একটি ব্রেকার, দুইটি ফিনিসার ও একটি ডাস্ট চেকার মেশিন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া ১০০০ টি ব্রেকার রোল, ১০০০ টি ফিনিসার রোল এবং দুই হাজার মন প্রসেসিং পাট পুড়ে গেছে।
তিনি বলেন, ‘আগুন নিভাতে গিয়ে জুট মিলের শ্রমিক আসলাম (৪৫) আগুন লেগে আহত হয়েছেন। তার শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করেছেন। এছাড়া নাজমা (৩৫), মাফুজা(২৫), রবিউল (৩০) ও হান্নান শেখ (৩৫) নামের চারজন শ্রমিক কিছুটা আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।’