ডেস্ক রিপোর্ট : এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র বিভাগে আজ বাংলাদেশের সামনে ছিল সোনা জয়ের হাতছানি। তবে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল চূড়ান্ত লড়াইয়ে বিজয়ীর হাসি হাসতে পারেননি। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয়েছে রূপা নিয়েই।
সোনা জয় করা সম্ভব হয়নি, তবে তাতেও ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের। এশিয়ান আরচ্যারির ইতিহাসে যে এটাই দেশের সর্বোচ্চ পদক।
কোরিয়ান আরচ্যাররা প্রথম সেটেই একজন ১০ ও আরেকজন ৯ করেন। দিয়া ও রুবেল যথাক্রমে ৮ করে স্কোর করেন। ১৯-১৬ ব্যবধানে প্রথম সেট হারেন দিয়া-রুবেল। দ্বিতীয় সেটেও প্রতিপক্ষ ১৯ স্কোর করে, জবাবে বাংলাদেশের রুবেল নয় ও দিয়া ৭ স্কোর করেন৷
তৃতীয় সেটে বাংলাদেশের রুবেল ও দিয়া ৮ করে করেন, যেখানে কোরিয়া করেছিল ১৯। পরবর্তীতে রুবেল ও দিয়া উভয়ে ১০ করে মারেন। এই সেটে কোরিয়া ১৯ করে। শেষ সেটে দিয়া ৯ রুবেল ১০ করেন, সে সেটে কোরিয়াও করে ১৯। শেষের দিকে প্রতিদ্বন্দ্বিতা করলেও নড়বড়ে শুরুর খেসারত দিয়ে হারে বাংলাদেশ।