নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন। প্রকাশিতঃ ২২:৪৪, ১৮ নভেম্বর ২০১৯
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় পাঁচ বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার (১৮ নভেম্বর) ত্রিপোলির দক্ষিণের ওয়াদি এল-রাবি এলাকায় এ হামলা হয়। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মেরসেত সংবাদমাধ্যমকে বলেছেন, নিহত সাতজনের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং দু’জন লিবীয়। আহত হয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যেও বেশিরভাগই বাংলাদেশ ও নাইজারের নাগরিক।
গৃহযুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলির দখল নিয়ে গত এপ্রিল থেকে সংঘাত তুমুল রূপ নিয়েছে। এর মধ্যে জেনারেল খলিফা হিফতারের ঘোষিত লিবিয়ান জাতীয় সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘ সমর্থিত সরকারের লড়াই বেশি প্রাণহানি ঘটাচ্ছে।
ফেসবুকের সাথে কমেন্ট করুন