কান ধরে শিশু শিক্ষার্থীদের মাঠ ঘোরালেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ০৮:৫১, ০৭ নভেম্বর ২০১৯

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চম শ্রেণির সাত শিক্ষার্থীকে কান ধরে মাঠ ঘোরালেন প্রধান শিক্ষক গোপীনাথ পাল। সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় অভিভাবক রনজিৎ ঘোষ বলেন, একই ধরনের কাজ এর আগেও ঘটিয়েছেন প্রধান শিক্ষক গোপীনাথ পাল। এ নিয়ে শিক্ষকদের কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেননি।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুর রব বলেন, এর আগেও প্রধান শিক্ষক গোপীনাথ পাল মেয়ে শিক্ষার্থীদের কান ধরে মাঠ ঘুরিয়েছেন। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটি শিক্ষার্থীদের নির্যাতনের মধ্যে পড়ে।

এ বিষয়ে ৫৪নং সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপীনাথ পাল বলেন, ওসব শিক্ষার্থীকে বাড়ির কাজ দেয়া হয়েছিল। তারা তা করেনি। এজন্য তাদের কান ধরিয়ে মাঠে ঘোরানো হয়েছে।

৫৪নং সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু ইছহাক বলেন, শিক্ষার্থীদের কান ধরে মাঠ ঘোরানোর বিষয়টি আমরা জেনেছি। মিটিং ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুন বলেন, বিষয়টি দুঃখজনক। আমি তদন্ত করে বিষয়টি নিষ্পত্তি করব।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top