ঝিনাইদহ প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ১৮:১৮, ০৭ নভেম্বর ২০১৯
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ রফিকুল ইসলাম নামের এক ডাকাত কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ভোর রাতে কালীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত রফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের আবেদীন শেখের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। তখন ডাকাত রফিকুল ইসলামের বাড়ি থেকে রাম দা, হাসুয়া, চাপট, ছুরি, কাটার, শাবলসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ টির অধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।