নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:১৪, ০৭ নভেম্বর ২০১৯
খুলনা থানার মামলার এক আসামিকে ১৫বছরের সশ্রম কারাদ-, ৫হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরো ২বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ দন্ডাদেশ দিয়েছেন। মামলার অপর দু’আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা জেলার বরুড়া থানার বাউকসার গ্রামের মৃত. মোসলেম মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন ওরফে কামাল (৪৮)। রায় ঘোষণাকালে আসামি ইকবাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্ত দু’আসামি হলেন নগরীর খানজাহান আলি থানাধিন গিলাতলা মধ্যপাড়া গ্রামের মৃত. মোসলেম মিয়ার ছেলে মো. কাসেদ আলি (৪৫) ও বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত. সেকেন্দার শেখের ছেলে মো. সুজন শেখ (২৫)।
আদালতের বেঞ্চ সহকারী মো. বাহাউদ্দিন শাহীন নথীর বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ১৮আগস্ট বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নগরীর রূপসা মোড়স্থ আবাসিক হোটেল রূপসায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই হোটেলের ৮নম্বর রুম হতে ১৬হাজার ৩৯৬ পিস ইয়াবাসহ ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। এঘটনায় অধিদপ্তরে উপপরিদর্শক মনোজিৎ কুমার বিশ্বাস বাদী হয়ে ইকবাল হোসেনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেন যার নং-১৯। ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা অধিদপ্তরে পরিদর্শক মো. আহসান হাবীব আদালতে ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন এপিপি অ্যাডভোকেট সাব্বির আহমেদ।