ঝিনাইদহ প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ১৮:৫৭, ০৬ নভেম্বর ২০১৯
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের মাঠ থেকে বুধবার সকালে ঋতু খাতুন (১৮) নামে এক গৃহবধুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুস সবুরের মেয়ে ও পার্শ্ববর্তী পদ্ম রাজপুর গ্রামের সাগরের স্ত্রী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, গত বৃহস্পতিবার থেকে মেয়েটি নিখোঁজ ছিল। এরপর আজ বুধবার সকালে ডাকাতিয়া গ্রামের একটি গোরস্থান থেকে ঋতু খাতুনের পচা গলা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
ওসি আরো বলেন, বেশ কয়দিন আগেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার মোটিভ উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে।
তবে পারিবারিক সূত্রে বলা হয়েছে, গত রমজান মাসে ঋতু ও সাগর প্রেমের সূত্র ধরে বিয়ে করে। বিয়ের পর সাগরের পরিবার ঋতু খাতুনকে মেনে নেয় না। সালিস বিচারের মাধ্যমে ঋতু খাতুন সাগরের স্ত্রী হিসেবে শ্বশুর বাড়ি ওঠে। এরপর সে তিনবার তার বাপের বাড়ি এসেছে। গত বৃহস্পতিবার পদ্ম রাজপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে ঋতু পিতার বাড়ি ডাকাতিয়া গ্রামে আসে। ওই দিন থেকেই সে নিখোঁজ হয়।