নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৮:৪৮, ০৬ নভেম্বর ২০১৯
খুলনার হরিণটানায় গাঁজা গাছসহ মোঃ গাজী শাহিন হোসেনকে (৩০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় মহানগরীর হরিনটানা থানাধীন টুটুলনগর আবাসিক এলাকায় থেকে তাকে আটক করে। আটক হওয়া শাহিন খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতন কাঠি গ্রামের মোঃ গাজী জয়নাল হোসেন ছেলে।
র্যাব-৬’র স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম, পিপিএম বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে। গাঁজা গাছের উচ্চতা-৪১ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১০৫ গ্রাম। তাকে হরিণটানা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।