নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৫:২৪, ০৬ নভেম্বর ২০১৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের সব শিক্ষার্থীদের বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগ কেউই হলে থাকতে পারবেন না। প্রয়োজন হলে পুলিশ আবাসিক হলে গিয়ে তল্লাশি চালাবে এবং নির্দিষ্ট সময়ের পরও হলে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে।
প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ জানান, আবাসিক শিক্ষার্থীদের বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর ভেতরে হল খালি করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন ক্যাম্পাসে কোনো ধরনের দোকানপাট খোলা রাখা যাবে না- সভায় এমন সিদ্ধান্তও হয়েছে বলে জানান অধ্যাপক বশির আহমেদ।
তবে শিক্ষার্থীরা ‘হল ভ্যাকেন্ট’ এর তীব্র বিরোধিতা করেছেন। তারা বলছেন উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৩টার সময়ও শিক্ষার্থীদের হল ছাড়াতে দেখা যায়নি।