ঠাকুরগাঁওয়ে আ’লীগের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৮:২১, ০৬ নভেম্বর ২০১৯

ঠাকুরগাঁওয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে আগামী ৯ নভেম্বর ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি বলবত থাকবে।

পুলিশ জানায়, সকাল ১১টায় হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপদা বাজারে ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভাকে কেন্দ্র করে আ.লীগের দুটি গ্রুপ সকাল থেকে এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেয়। যা সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হয়। সংঘর্ষ এড়াতেই হরিপুর উপজেলা প্রশাসন চাপদা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

ইউনিয়ন আ’লীগের একাধিক নেতা জানান, কিছু দিন আগে কমিটির অনুমোদন ছাড়াই নতুন করে সদস্য অন্তর্ভুক্ত করায় এ ধরনের দ্বন্দ্ব লেগেই আছে। শুধু ইউনিয়ন আ.লীগে নয় উপজেলা আ.লীগের চিত্র একই রকম। আর এ দ্বন্দ্ব সৃষ্টি করেছে আ.লীগের কিছু সুবিধাবাদী নেতা। যা আমরা কখনই কাম্য করি না। আর এ কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বকুয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার ও বহরমপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি নজরুল ইসলাম জানান, বর্ধিত সভা হবে কাদের নিয়ে। যদি ত্যাগী নেতারা বাদ পরে তাহলে কোনোভাবেই বর্ধিত সভা হতে দেয়া হবে না। দীর্ঘদিন ধরে যারা আ.লীগের হাল ধরে আছে তাদের বাদ দিয়ে বর্ধিত সভার আয়োজন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউনিয়ন আ’লীগের অধিকাংশ সদস্যকে বাদ দিয়ে মনগড়া ভাবে একপক্ষ বর্ধিত সভার আয়োজন করে। আর বর্ধিত সভা সফল করতে একপক্ষে লোকজন রাত থেকে লাঠিসোটা নিয়ে অবস্থান করায় একজনকে রাতেই একজনকে আটক করে পুলিশ। আমরা চাই সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে সবাইকে সাথে নিয়ে উপজেলা আ.লীগের সকল কার্যক্রম অনুষ্ঠিত হোক। তা না হলে উপজেলা আ.লীগের প্রতিটি সভায় এ ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এমন অবস্থা কেউ মেনে নিতে পারবে না।

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম জানান, আ’লীগের সভায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সকাল ১০ টা থেকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত বকুয়া ইউনিয়নের চাপদা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top