নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৬:২০, ০৬ নভেম্বর ২০১৯
খুলনায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুক্ত আলোচনার আয়োজন করে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম।
মুক্ত আলোচনায় নিরাপদ সড়ক গড়তে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
এর আগে, সকালে নগরীর শিববাড়ি মোড়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৭৯ ধারা বাতিল বা সংস্কারের দাবিতে মানববন্ধন করে খুলনা রেন্ট-এ কার মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
এতে বক্তারা বলেন, ৭৯ ধারা বাস্তবায়ন হলে দেশে বেকারত্ব বাড়বে। বক্তারা ৭৯ ধারা বাতিল বা রুট পারমিট দেওয়ার দাবি জানান। পাশাপাশি নতুন আইনে চালকদের সাজা বাতিল ও আইন সংস্কারের দাবি জানানো হয়।