যশোরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৬:১৩, ০৬ নভেম্বর ২০১৯

যশোরে চাঞ্চল্যকর ছয় শিশুকে ধর্ষণ মামলার আসামি আমিনুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুছা এ দণ্ডাদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এম ইদ্রিস আলী জানিয়েছেন, মাত্র ছয় মাসে আলোচিত এ ঘটনার বিচার সম্পন্ন হয়েছে। দণ্ডপ্রাপ্ত আমিনুর এখন কারাগারে রয়েছেন।

পিপি এম ইদ্রিস আলী বলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গড়িমহল গ্রামে হানেফ আলীর ছেলে আমিনুর যশোর শহরের খড়কি দক্ষিণপাড়া রেল লাইনের পাশে এহসানুল হক সেতুর বাগান বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। স্থানীয় মাওলানা শাহ আব্দুল করিম (রহ.) খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়া-আসার পথে ছোট ছেলেমেয়েরা সেতুর বাগানবাড়িতে আম কুড়াতে যেত। ওই সময় কেয়ারটেকার আমিনুর  প্রথমে তিনটি শিশুকে ধর্ষণ করেন। বিভিন্ন সময়ে একে একে ছয় ছাত্রীকে ওই গোলপাতার ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন তিনি।

এ নিয়ে স্থানীয়ভাবে বিচার হয়। এক পর্যায়ে অভিভাবকরা গত ১ মে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন। এতে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়।

আটকের ভয়ে আমিনুর বেনাপোলে পালিয়ে চলে যান। সেখান থেকে ৪ মে আমিনুরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

এরপর আমিনুর বিভিন্ন সময় ৫/৬ জন শিশুকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

পাশাপাশি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই ছয় শিশুর মধ্যে চারজনের ডাক্তারি পরীক্ষা করা হয়।

আর ছয়জনই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন মিন্নির আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়।

মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আমিনুরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top