নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:৫৫, ০৫ নভেম্বর ২০১৯
দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে ১০ জন চিকিৎসক কর্মরত আছেন। তবে গত বছরের ২৮ জানুয়ারি ২০ চিকিৎসককে কারাগারে পদায়ন করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে মাত্র চারজন যোগদান করেছেন।
মঙ্গলবার কারা অধিদপ্তরের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশে কারাবন্দি ধারণ ক্ষমতা রয়েছে মোট ৪০ হাজার ৬৬৪ জনের। তবে গত ২৭ আগস্ট পর্যন্ত ধারণ ক্ষমতার বিপরীতে বন্দির সংখ্যা ৮৬ হাজার ৯৯৮ জন।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষে এ প্রতিবেদন দাখিল করা হয়। কারা মহাপরিদর্শক ব্রি. জে. একেএম মোস্তফা কামাল পাশার পক্ষে ডেপুটি জেলার মুমিনুল ইসলাম এ প্রতিবেদন দেন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।
গত জুনে কারা চিকিৎসক সংকট নিয়ে দেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে আদালতে রিট করেন আইনজীবী জে আর খান রবিন। এরপর ওই রিটের শুনানি নিয়ে ২৩ জুন রুল জারির পাশাপাশি কারাগারে চিকিৎসকের পদ ও কর্মরত চিকিৎসকের তথ্যাদি জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।