নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২২:৩৩, ০৫ নভেম্বর ২০১৯
বিনা অনুমতিতে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ ও হরিণ শিকারের ফাঁদসহ নানা সরঞ্জামাদি বহনের অভিযোগে ৬০ শিকারিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনি-সংলগ্ন পশুর নদী থেকে তাদের আটক করে বন বিভাগ। এ সময় তাদের ব্যবহৃত তিনটি ট্রলার জব্দ ও ট্রলার হতে বেশ কয়েকটি ধারালো অস্ত্র (দা, কুড়াল, ছুরি), হরিণ শিকারের ফাঁদ ও জাল উদ্ধার করা হয়।
মোংলার চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির বলেন, আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব অনুষ্ঠিত হবে। সেই রাস মেলাকে কেন্দ্র করে আটক ব্যক্তিরা আগেভাগে সেখানে গিয়ে হরিণ শিকারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুন্দরবনের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছে বনে প্রবেশ ও রাস মেলায় যাওয়ার ক্ষেত্রে বন বিভাগের কোনো পাস ছিল না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি সিওআর মামলা দায়েরের পর প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করে দেয়া হয়েছে। ৬০ জনকে মোট ৬ লাখ টাকা জরিমানা করে বন বিভাগ।