নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১১:১০, ০৫ নভেম্বর ২০১৯
সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার সময় হরিণ শিকারের ফাঁদ ও ৩টি ট্রলারসহ ৬০ হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ।
মঙ্গলবার (৫ মঙ্গলবার) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, দাও, কুড়াল ও চুলাসহ বিভিন্ন সড়ঞ্জামাদি উদ্ধার করে বনরক্ষীরা। এদের সকলের বাড়ি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মাহমুদুল হাসান, রাস মেলা উপলক্ষে কিছু লোক হরিণ শিকার করার জন্য সংঘবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই সুন্দরবনে যাচ্ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়মনি এলাকায় অভিযান চালায় বন রক্ষীরা। এসময় তিনটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ট্রলার আটক করা হয়। ট্রলার তল্যাসী করে হরিণ শিকারের ফাঁদ. দা, কুড়াল, চুলাসহ ৬০ জন শিকারিকে আটক করা হয়েছে। আটকদের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।