নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২২:৫৩, ০৪ নভেম্বর ২০১৯
খুলনা মহানগরীতে একশত ১০ পিস ইয়াবাসহ মোঃ আলী হোসেনকে (৩৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
সোমবার (০৪ নভেম্বর) বিকেলে রুপসা বাস টার্মিনালের উত্তর পারশের রুপসা ঘাট জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করে। মোঃ আলী হোসেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার মাটিভাঙ্গা এলাকার মোঃ তৈয়ব আলীর ছেলে। তিনি বর্তমানে খুলনা জেলার রুপসা থানার বাগমারা গ্রামে বসবাস করেতেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। খুলনা সদর থানায় তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।