নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৯:৪১, ০৪ নভেম্বর ২০১৯
খুলনায় ৩ শত ৮০ পিস ইবাবাসহ চার জন মাদক কারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত মহানগরীর সোনাডাঙ্গার বিভিন্ন স্থানে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ রফিক সিকদার (৩০), মোঃ সুজন শেখ (২৫), রেশমা বেগম (৩০) ও মোঃ জাহাঙ্গীর গাজী (৪০)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকের পর তাদের কাছ থেকে পৃথক ভাবে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।