খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:৩৩, ০৪ নভেম্বর ২০১৯

খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ সোমবার বিকেল ৪টায় খুলনা রেলওয়ে স্টেশনের প্রধান গেটে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, রেল যাতায়াত এতো বেশি জনপ্রিয় যে, খুলনা-ঢাকা টিকেট এক সপ্তাহ আগেও পাওয়া যায় না। অনেকেই বাধ্য হয়ে অন্য মাধ্যম বেছে নেয়। খুলনা-ঢাকা এ সার্ভিস চালু হলে সরকারের লোকসানের কোনো সম্ভাবনা তো নেই বরং এটি অনেক লাভজনক হবে। খুলনা তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দর নগরী। চিংড়ি শিল্প, সুন্দরবন প্রভৃতি কারণে খুলনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ব্যবসায়ীদের একটি বড় অংশ খুলনায় থেকেই তাদের ব্যবসায়িক কাজকর্ম পরিচালনা করে থাকেন।

তারা বলেন, চাকরিজীবী, শিক্ষার্থী, সর্বস্তরের মানুষের প্রতিনিয়তই রাজধানী ঢাকায় যাতায়াত করতে হয়। ইতোপূর্বে ঢাকার সাথে চট্টগ্রাম, রাজশাহী, বেনাপোল সরাসরি ট্রেন সার্ভিস চালু হলেও খুলনায় চালু হয়নি। ট্রেনে যাতায়াত আরামদায়ক ও সাশ্রয়ী হওয়ায় বিশেষ করে বয়োবৃদ্ধ-নারী-অসুস্থ-প্রতিবন্ধী-শিশুসহ সকলের কাছেই এ বাহন জনপ্রিয়। বক্তারা যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিদিন ন্যূনতম একটি ট্রেন সরাসরি ঢাকা-খুলনা চলাচলের ব্যবস্থা করার আহ্বান জানান।

তারা, ত্রুটিপূর্ণ রেল স্টেশনের ত্রুটিগুলো চিহ্নিতপূর্বক সমাধানের উদ্যোগ গ্রহণ, ডাবল লাইন স্থাপন, টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিতকরণ, কালোবাজারি বন্ধ, স্টেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ, কর্মকর্তা-কর্মচারিদের স্বেচ্ছাচারিতা-অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খুলনা রেল স্টেশনে সব টিকিট কাউন্টারই খোলা রাখার ব্যবস্থা গ্রহণসহ বিদ্যমান অনিয়ম, দুর্নীতি বন্ধের আহ্বান জানান।

খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মোঃ বাবুল হাওলাদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখা’র আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক তপন রায়, উন্নয়ন ফোরামের সভাপতি শফিকুল হামিদ চন্দন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি শাহীন জামাল পন, যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, নাগরিক আন্দোলনের চেয়ারম্যান তোবারক হোসেন তপু, এম এ কাশেম পাটোয়ারী, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমিতির সভাপতি হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, বৃহত্তর আমরা খুলনাবাসী’র সভাপতি ডাঃ নাসির উদ্দিন, সহ-সভপাতি ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, সাঃ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, জেপি নেতা অধ্যক্ষ ডাঃ এম এন আলম সিদ্দিকী, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা এস এম চন্দন, খ ম শাহীন, বাহালুল আলম, বঙ্গবন্ধু পরিষদের মহানগর সাঃ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, নাগরিক ফোরামের মোঃ সাবির খান, মটর সাইকেল মেকানিক সমিতি’র শেখ আইনুল হক, নারী নেত্রী জেসমিন সুলতানা শম্পা, ইসরাত আরা হীরা, মুক্তা হক, রাশিদা চৌধুরী, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, গতি’র এস এম এ রহিম, এম মোস্তফা কামাল, আব্দুল হালিম, চান্দা খান, শেখ রেজাউল করিম রেজা, ইনসাব নেতা শামীম মোল্লা, খান বেল্লাল, টিইউসি’র কামরুল ইসলাম খোকন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাইফুর রহমান মিনা প্রমুখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top