নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৯:০২, ০৪ নভেম্বর ২০১৯
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গ্রেনেড হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টার মিনিটের দিকে শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে একটি বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী বাজার এলাকাটি ঘিরে রেখেছে। এ নিয়ে গত ১০ দিনের মধ্যে জম্মু-কাশ্মীরে তিনটি গ্রেনেড হামলা হল। গত সপ্তাহে কাশ্মীরের উত্তরাঞ্চলীয় শহর সোপরে আরেকটি গ্রেনেড হামলায় ১৫ জন আহত হয়।
২৬ অক্টোবর ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফের জোয়ানরা একটি তল্লাশি চৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোকালে বিচ্ছিন্নতাবাদীদের নিক্ষিপ্ত গ্রেনেডে ছয় জোয়ান আহত হন।
গত ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মধ্য দিয়ে নয়া দিল্লি জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়, যা বৃহস্পতিবার বাস্তবায়ন করা হয়েছে। এ দু’টো অঞ্চলের একটি হচ্ছে জম্মু-কাশ্মীর এবং অন্যটি চীন সীমান্তবর্তী লাদাখ। দুটি অঞ্চলই এখন থেকে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হবে।