প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফেরালেন শফিউল

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৯:৫০, ০৩ নভেম্বর ২০১৯

শুরুতেই সাফল্য এনে দিলেন শফিউল ইসলাম। ভারত সেরা ওপেনার রোহিত শর্মাকে ইনিংসের প্রথম ওভারে ফেরান তিনি। দলীয় মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক। বিরাট কোহলিহীন ভারত রোহিতের উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েছে।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

দিল্লির বায়ু দূষণের মধ্যেই চলছে বাংলাদেশ-ভারত ম্যাচ।

টাইগারদের এই গুরুত্বপূর্ণ সিরিজে দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে না জানানোর কারণে আইসিসি সাকিবকে নিষিদ্ধ করে।

অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সাকিব-তামিম ছাড়াই খেলতে হচ্ছে মাহমুদউল্লাহদের।

ভারতের মাঠে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলে বড় লজ্জায় পড়ে যাবে টাইগাররা। এমনটি হলে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়া শ্রীলংকার সঙ্গী হবে বাংলাদেশ।

বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

ভারত: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, রিশব প্যান্ট, করুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, দিপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top