খুলনায় ১৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:৪৫, ০৩ নভেম্বর ২০১৯

খুলনা মহানগরীর বড় বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন ব্যবসার বিরুদ্ধে র‌্যাব-৬ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৫ লক্ষাধিক টাকা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় অবৈধ পলিথিনের ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (০৩ নভেম্বর) দুপুরে বড় বাজারের খানজাহান আলী হকার্স মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন ও তকী ফয়সাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

র‌্যাব-৬’র সুত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে স্কোয়াড কমান্ডার এএসপি তোফাজ্জল হোসেন অন্যান্য সদস্যদের নিয়ে পুরো মার্কেটের পলিথিন ক্রয়-বিক্রয়ের স্থান ও গুদাম ঘিরে রাখেন। মার্কেটের বেশ কয়েকটি গুদামে তল্লাশী চালানো হয়। এসময় ৯টি গুদামে রক্ষিত ৮ হাজার ৭৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ হওয়া পলিথিনের বাজার মুল্য ১৫ লাখ ৭৬ হাজার ৮ শ’টাকা বলে জানা গেছে। জব্দকৃত নিষিদ্ধ পলিথিন খুলনার পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে মোঃ জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার, গৌতম সাহাকে ১৩ হাজার, অলোক ঘোষকে আড়াই হাজার টাকা ও আব্দুল্লা আল মামুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ, পিএসসি জানান, পরিবেশ বিপর্যয়কারী নিষিদ্ধ পলিথিনের কারখানা ও গুদামের সন্ধানে র‌্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। নিষিদ্ধ এ পলিথিনের ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top