নিজস্ব প্রতিবেদক : খুলনার তেরখাদার ঠাঁকুরমারা বিলে আবারও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে এ এলাকায় জলাবদ্ধতার কারণে অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে। আবার অনেক জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে অন্তত কয়েক হাজার মানুষ যাযাবর হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী সমাধানের জন্য এ এলাকার মানুষের মতামত নেয়া প্রয়োজন।
সম্প্রতি তেরখাদার ঠাঁকুরমারা বিলের পাড়ে কয়েক কিলোমিটার জুয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ। এ সময় বক্তারা অভিযোগ করেন, ‘স্থায়ী সমাধানের পথে না গিয়ে পানি উন্নয়ন বোর্ড সমস্যাকে জিইয়ে রেখে প্রতিবছর খননের নামে অর্থ অপচয়, দুর্নীতি ও অনিয়মের ব্যবস্থা অব্যাহত আছে।’ জলাবদ্ধতা সমস্যা সমাধানের নামে কোটি টাকার টি.আর.এম প্রকল্প বাতিলের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে ঠাঁকুরমারা বিলের কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক কমিটির আহ্বায়ক ও জেলা ছাএলীগের সাবেক নেতা মো: কাজী তরিকুল ইসলাম, ইউ,পি সদস্য মাহাবুর তালুকদার, ইউ,পি সদস্য আশরাফ কাজী, বাচ্চু সরদার, মহাসীন শরীফ, কাকা মিয়া, তুহিন শেখ প্রমুখ বক্তব্য দেন।
ঠাঁকুরমারা বিলের কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক কমিটির আহ্বায়ক মো: কাজী তরিকুল ইসলাম বলেন, তেরখাদার ঠাঁকুরমারা বিল এ এলাকার মানুষের জীবন-জীবিকার একমাত্র আশ্রয়স্থল। সেই বিলে টিআরএম বাস্তবায়িত হলে ফসল হবে না। ফলে মানুষ দুঃখ-দুর্দশায় পড়বে।’ তবে তিনি আশা করেন, খুব শিগগির এর সমাধান হবে এবং ভুক্তভোগীদের দুঃখ-দুর্দশা লাঘব হবে।’