নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২২:২৭, ০৩ নভেম্বর ২০১৯
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সন্ধ্যা রানী (৫৫) নামে একজন মারা গেছেন।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সন্ধ্যা রানীর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। তার স্বামীর নাম বিমল সাহা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সন্ধ্যা রানী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০ অক্টোবর ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।
এখন পর্যন্ত খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন বলেও তিনি জানান।