নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৫:২৩, ০৩ নভেম্বর ২০১৯
প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ করেছে ভারত। যদিও ভারত সফরে নেই কোন ওয়ানডে। টাইগাররা আমন্ত্রণ পেলেও দিল্লি শহর ঠিক অভ্যার্থনা জানাননি মাহমুদুল্লাহদের। বায়ু দূষণে অর্ধমৃত এক শহরে পরিণত হয়েছে দিল্লি। দুই দলের ক্রিকেটারদের মধ্যেই তাই সিরিজের প্রথম টি-২০ ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা। অন্য শহরে গিয়ে যেন বুক ভরে নিশ্বাস নেওয়ার আকুতি।
তার আগে অবশ্য রোববার দিল্লির ফিরোজ শাহ কোটলায় সাকিববিহীন বাংলাদেশ রোহিত শর্মাদের পরীক্ষা নিতে চায়। ভারতের বিপক্ষে লড়াই করতে চায়। টি-২০ ফরম্যাটে ভরতের বিপক্ষে প্রথম জয় তুলে নেওয়া মাহমুদুল্লাহর দলের লক্ষ্য। আর দলীয় অধিনায়কের চোখ বড় রানের দিকে। শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন তিনি। অথচ দলের ব্যাটিং অর্ডার কেমন হবে সেটাই একটা ধাঁধাঁ হয়ে আছে। প্রশ্ন আছে লিটনের সঙ্গে ওপেন করবেন ফর্মহীন সৌম্য সরকার? না-কি অন্য কেউ। গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডার তিনে খেলবেন কে? দলে আসা-যাওয়ার মধ্যে থাকা মোহাম্মদ মিঠুন? নাকি নাঈম শেখের অভিষেক হবে?
অন্যদিকে তরুণ দল নিয়ে নামলেও ভারত তাদের একাদশ অনেকটা গুছিয়ে নিয়েছে। ভারতীয় অধিনায়ক রোহিম শর্মা বলেই দিয়েছেন, শিভাম দুবে এবং সাঞ্জু স্যামসনের মধ্যে একজন থাকছেন ভারতীয় একাদশে। কেএল রাহুল, শ্রেয়াস আয়ার এবং ঋষভ পান্তের খেলা অনেকটাই নিশ্চিত। পেসার দিপক চাহার দলে থাকছেন। শার্দুল ঠাকুর নাকি খলিল আহমেদকে বেছে নেবে তা নিয়ে আছে কিছুটা প্রশ্ন। অভিজ্ঞ যুজবেন্দ্র চাহাল নাকি একটি মাত্র টি-২০ খেলা ২০ বছর বয়সী তরুণ লেগ স্পিনার রাহুল চাহাল দলে থাকবেন খোলাসা হয়নি সেটাও।
অন্যদিকে বাংলাদেশ দলের বোলিং আক্রমণও ঠিক হয়নি। স্পিনার আরাফাত সানির দলে ফেরা অনেকটাই নিশ্চিত। তবে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের দলে থাকার সম্ভাবনা কম। পেস আক্রমণে মুস্তাফিজুরের সঙ্গে আল আমিনের দলে থাকার সম্ভাবনাই বেশি। এছাড়া দিল্লির উইকেট দেখে সিদ্ধান্ত পেসার আবু হায়দার রনি খেলবেন নাকি স্পিনার তাইজুল ইসলাম। উইকেটের সামান্য ঘাস অবশ্য আবু হায়দারের সুযোগ বাড়িয়ে দিচ্ছে। বাকি চার-ওভারের দায়িত্ব পারটাইম স্পিনার মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন এবং মাহমুদুল্লাহর কাঁধে পড়বে। তবে সর্বশেষ অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে দিল্লির উইকেটে স্পিনারদের খুব ভুগতে হয়েছে। পারটাইম স্পিন তাই বাংলাদেশের জন্য হিতে বিপরীত হতে পারে। দিল্লির উইকেটে টস জয়ী দলের পরে ব্যাটিং করার সম্ভাবনাও বেশি।
বাংলাদেশের সম্ভব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, আবু হায়দার।
ভারতের সম্ভব্য একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, সাঞ্জু স্যামসন, ঋষভ পান্ত, ক্রুনাল পান্ডে, ওয়াশিংটন সুন্দর, দিপক চাহার, খলিল আহমেদ, যুজবেন্দ্র চাহাল।