যশোর অফিস, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:৫৬, ০২ নভেম্বর ২০১৯
এক জনের ফেসবুক আইডি হ্যাক করে একটি চক্র বিকাশ নাম্বার পাঠিয়ে চাঁদাবাজীসহ বিভিন্ন হয়রানী মূলক কর্মকান্ড ঘটাচ্ছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের মৃত ভাটাই বিশ্বাসের ছেলে মকলেছুর রহমান শনিবার কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন বলেন, তার মোবাইল নাম্বার দ্বারা একটি ফেসবুক আইডি খোলা রয়েছে। তার নামে নাম্বারে ফেসবুক আইডি জনৈক চক্র শনিবার বেলা ১১ টায় হ্যাক করে। পরে মকলেছুর রহমানের বিভিন্ন পরিচিত নাম্বারে একটি বিকাশ নাম্বার দিয়ে চাঁদাদাবি করে।
চক্রটি মকলেছুর রহমানের ভাইপো শান্তির মোবাইল নাম্বারে মেসেস দিলে টাকা পাঠাইতে বলে। মকলেছুর রহমানের বিভিন্ন আত্মীয়স্বজন তার কাছে বিষয়টি জানালে তিনি বুঝতে পারেন। ওই চক্র তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন অপকর্ম চালাতে পারে বলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।