যশোর অফিস, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:৫১, ০২ নভেম্বর ২০১৯
যশোরের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ অস্ত্রসহ মনির হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। শুক্রবার রাতে সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে বড়বাজারের আবাসিক হোটেল নীরব থেকে তাকে আটক করে। আটক মনির হোসেন নড়াইলের বাসিন্দা।
হোটেলের কর্মচারি জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মনির হোসেন ওই হোটেলের ৮ নম্বর কক্ষে ওঠেন। নিজেকে চাকরিজীবী বলে পরিচয় দেন। তবে হোটেলের প্রবেশের পর তার জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হলে তিনি বলেছেন আমি ফ্রেস হয়ে একটু পরে দিচ্ছি। এরপর তিনি প্রয়োজনীয় কাজের কথা বলে হোটেলের বাইরে থাকেন। সন্ধ্যার পরে হোটেলের এলে আবারো তার কাছে পরিচয়পত্র চাওয়া হয়। এসময় দিচ্ছি বলে সময় ক্ষেপন করেন। এরই মধ্যে রাত ৮টার দিকে সদর ফাঁড়ি পুলিশের একটি টিম হোটেলে এসে তাকে আটক করে নিয়ে যায়। এছাড়া আটক মনির হোসেনের ঠিকানা শুধুমাত্র নড়াইল লেখা আছে। সেখামে গ্রাম, থানা ও মোবাইল নম্বর কোন কিছুই লেখা নেই। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধারের কথা জানিয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেছেন, শহরের হোটেল থেকে মনির হোসনে নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।