যশোর অফিস, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:৪৯, ০২ নভেম্বর ২০১৯
ট্রেনে কাটা পড়ে ইব্রাহিম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের বাসিন্দা।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, শনিবার সকাল আটটার দিকে ইব্রাহিম হোসেন যশোর বেনাপোল রেল লাইনের ঝিকরগাছা স্টেশনের অদূরে বসেছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে যাওয়া বেনাপোল কমিউটার ট্রেনে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বজনদের সাথে কথা বলে এসআই তরিকুল ইসলাম জানান, ইব্রাহিম হোসেন মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি ট্রেনের নীচে পড়ে আত্মহত্যা করেছেন।