রামপাল প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:২৪, ০২ নভেম্বর ২০১৯
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনকের হাতে গড়া সংগঠন। এখানে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের কোনো ঠাঁই দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তা চলছে এবং অব্যহত থাকবে। বর্তমান সরকার আমাদের অন্দোলন এবং সংগ্রামের ফসল। আমরা গত কয়েক বছরে উন্নয়ন অর্জন করেছি। রামপাল মোংলায় কেউ এই অর্জনকে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবেনা।
শনিবার বিকাল ৩ টায় বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাওলাদার আবু তালেব এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাড আজাদ ফিরোজ টিপু, তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ হায়দার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ আবু সাইদ, রামপাল উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আঃ ওহাব, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জামিল হাসান জামু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় উপকমিটির সাবেক সাধারন সম্পাদক আবু হানিফ, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, বজলুর রহমান, তপন গোলদার, নূরুল আমিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, শ্রমিকলীগ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সেচ্ছাসেবক লীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক চয়ন মন্ডল, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনে ১০ নং বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হিসাবে হাওলাদার আবু তালেব এবং সাধারণ সম্পাদক এনামুল বাশার বাচ্চু নির্বাচিত হয়েছেন।