ফাইন আদায় মুখ্য নয়, সড়কের আইন মেনে চলুন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৯:০৬, ০২ নভেম্বর ২০১৯

সড়ক পরিবহনের নতুন আইন উচ্চহারে জরিমানা আদায়ের জন্য নয়, পথচারীসহ পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আইন মানতে বাধ্য করতে ওই আইন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘ফাইন আদায় করা মুখ্য বিষয় নয়।’

আজ শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিবহন খাতে জড়িত সবার মতামতের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে সংশোধন করা হয়েছে।’ তবে নতুন আইনের মাধ্যেম কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, চলমান শুদ্ধি অভিযানে কোনো স্বজনপ্রীতি হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘যার বিরুদ্ধেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যারা গাড়ি চালান, যারা সড়ক ব্যবহার করেন সবাই সড়ক আইনটি মেনে চলবেন। এখানে প্রশ্ন আসছে ফাইনের কথা। ফাইন আদায় করা মুখ্য বিষয় নয়। ফাইন যাতে না করা হয় সেই প্রচেষ্টাটা আপনারা করেন।’

মন্ত্রী বলেন, ‘আমাদের আহ্বান হলো সবাই যেন সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য সড়ক আইনটি মেনে চলে।’

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top