নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:৫৪, ০১ নভেম্বর ২০১৯
জামাত ইসলামী বাংলাদেশ খুলনা মহানগরের নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম (৬৪) কে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খালিশপুর গোয়ালখালি খুলনা ইসলামী আর্দশ ক্যাডেট স্কীম মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল আলম খালিশপুর থানাধিন হাউজিং এস্ট্রেট রোড নং-১৫৫, বাসা নং-১২৯ এর মৃত. আব্দুর রউফ এর ছেলে।
শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই মিলন সরকার গ্রেফতার শফিকুল আলমকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। এ মামলার অপর দু’আসামি হলেন জামাত ইসলামী বাংলাদেশ খুলনা মহানগরের সহ সম্পাদক খান গোলাম রসুল (৫৬) ও দৌলতপুর থানা শাখার নায়েবে আমীর ইকবাল হোসেন (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খালিশপুর গোয়ালখালি খুলনা ইসলামী আর্দশ ক্যাডেট স্কীম মাদ্রাসার সামনে জামায়াতের নেতাকর্মিরা সরকার বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় যানবাহন ভাংচুর করছে। এসময় তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়াকালে শফিকুল আলমকে গ্রেফতার করা হয়। এঘটনায় খালিশপুর থানার এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে মাস্টার শফিকুল আলম, খান গোলাম রসুল ও ইকবাল হোসেন এর নাম উল্লেখ এবং ২০/২৫জনকে অজ্ঞাতনামা আসামি করে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/ ২৫ ধারায় মামলা দায়ের করেন যার নং-১।