বাগেরহাট প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:৫৫, ০১ নভেম্বর ২০১৯
বাগেরহাটে পানিতে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর গ্রামের হাফিজিয়া মাদ্রাসার পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো, খানপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) ও তার খালাতো বোন খুলনার রবিউল ইসলামের মেয়ে লুবনা আক্তার (৯)।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান, খানপুর হাফেজিয়া মাদ্রাসর শিক্ষক হাফেজ আশিকুর রহমানের বাড়ি খুলনা জেলার রুপসায়। তিনি পরিবার নিয়ে মাদ্রাসাতেই বসবাস করেন। শুক্রবার দুপুওে তার মেয়ে মিম এবং তার বাড়িতে বেড়াতে আসা মিমের খালাতো বোন লুবনা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। মাদ্রাসা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।