নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:৫৪, ০১ নভেম্বর ২০১৯
আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় মজুরী কশিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি,এফ, গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম প্রদান করেছে খুলনার পাটকল শ্রমিক নেতারা।
শুক্রবার (০১ অক্টোবর) বিকাল ৫ টায় পিপলস গোল চত্বরে রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ব্যানারে বিশাল শ্রমিক সমাবেশে এ আন্দোলন কর্মসুচির ঘোষণা দেন। রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক সরদার আঃ হামিদের সভাপতিত্বে ও খালিশপুর জুট মিলের সিবিএর সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মেদর পরিচালনায় সারা দেশের পাটকলের সিবিএ-নন সিবিএ নেতারা শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘আজ দেশে রোহিঙ্গার খেতে পারছে অথচ পাটকল শ্রমিকরা না খেয়ে পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছে। শ্রমকি সন্তানদের স্কুল কলেজে লেখা পড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।’
শ্রমিক নেতারা বলেন, ‘সরকারি কর্মচারিদের পে-কমিশন বাস্তবায়ন হয়েছে কিন্তু শ্রমিকদের মজুরী কমিশন দীর্ঘ ৬ বছরের বাস্তবায়ন করা হয়নি। এ নিয়ে আন্দোলন করতে গেলে শ্রমিক নেতাদের নামে মামলা দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে ঠেলে দিচ্ছে। তাই এবার কঠোর কর্মসুচি নিয়ে মাঠে নামা হবে।’
সমাবেশে বক্তৃতা করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব শাহানা সারমিন, করিম জুট মিলের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন, আমিন জুট মিলের সভাপতি মোঃ আরিফুর রহমান, রাজশাহী জুট মিলের সভাপতি মোঃ জিল্লুর রহমান, জেজেআই জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মল্লিক, আমিন জুট মিলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, ইর্ষ্টান জুট মিলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্লাটিনাম জুট মিলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান, ষ্টার জুট মিলের সভাপতি বেল্লাল মল্লিক, সাধারণ সম্পাদক আঃ মান্নান, আলিম জুট মিলের সভাপতি সাইফুল ইসলাম লিটু, ষ্টার জুট মিলের সহ-সম্পাদক আবু হানিফ, দৌলতপুর জুট মিলের আহবায়ক মোঃ আক্তার আলী, ইউ,এম,সি জুট মিলের সিবিএ নেতা জাকির হোসেন, আলমগীর খন্দকার, মোঃ আল মামুন, বেল্লাল হোসেন, রাজশাহি জুট মিলের সিবিএ নেতা মোস্তাফিজুর রহমান, লতিফ বাওয়ানি জুট মিলের সিবিএ নেতা মোঃ সুলতান মৃধা, প্লাটিনাম জুট মিলের সিবিএ নেতা বেল্লাল হোসেন, খালিশপুর জুট মিলের সিবিএ নেতা মনির হোসেন প্রমূখ।