নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:১৫, ০১ নভেম্বর ২০১৯
খুলনায় গ্রেফতার হওয়া মোবাইল ছিনতাইকারীদের স্বীকারোক্তিতে এবার উদ্ধার হলো তিনটি ছিনতাইকরা মটর সাইকেল ও আরও চারটি মোবাইল। একই সাথে গ্রেফতার হয়েছে ছিনাতাইকারী চক্রের আরও চার সদস্য।
গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো; আলভী (২৩), তানভীর (২৩), মুশফিক (২৪) ও মিরাজ (২৩)। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গত ২৭ অক্টোবর নগরীর সোনাডাঙ্গা থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ছিনতাই চক্রের সদস্য হাসানুল হক স্বাধীন, জি এম শাহনেওয়াজ বাশার শুভ, ফারুক শেখ, আজগর হোসেন ও আবু তালহা। তারা নগরীর নিরালা প্রান্তিক আবাসিক এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতো। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন মোবাইল ও মটর সাইকেল ছিনতাইকারীর নাম জানান।
আগে গ্রেফতাকৃতদের নিয়ে পুলিশ ১ নভেম্বর ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলভী (২৩), তানভীর (২৩), মুশফিক (২৪) ও মিরাজ (২৩) গ্রেফতার করে। তাদের কাছ থেকে চারটি ছিনতাইকরা স্মার্টফোন উদ্ধার হয়। এছাড়া তারা ছিনতাইকরা একটি কালো জিক্সার, একটি ইয়ামাহা এফ জেড ও একটি স্টিকার মোটর সাইকেল উদ্ধার করা হয়।