কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

কালীগঞ্জ প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:০১, ০১ নভেম্বর ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হালিম মন্ডল (৩৬) ও রবিউল ইসলাম (১৫) নামের দুই মাদক কারবারীকে আটক করেছে। হালিম উপজেলায় খয়েরতলা গ্রামের আকবর মন্ডল ও রবিউল ডুমুরতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দিনগত রাতে তাদের আটক করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হালিম ও রবিউলকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top