নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:৩২, ৩১ অক্টোবর ২০১৯
বাগেরহাটের চিতলমারীতে টাকার গরমে সিঙ্গাপুর প্রবাসী যুবক এক গৃহবধূকে পিটিয়েছেন।
বুধবার রাত ১১ টায় গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কু-প্রস্তাব দেয়ায় জূতপেটা’র ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রীয়া বিরাজ করছে। এ রিপোর্ট লেখাকালিন থানায় মামলার প্রস্তুতি চলছিল।
আহত গৃহবধূর স্বামী হরিদাস পাইক স্থানীয় সাংবাদিকদের জানান, তার স্ত্রী কবিতা পাইক (৩৫) কে প্রতিবেশী পলাশ মজুমদার দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ও সরাসরি কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত বুধবার বিকেলে শ্রীরামপুর গ্রামের একটি দোকানের সামনে বসে পলাশ মজুমদার কবিতাকে পুনরায় কু-প্রস্তাব দেয়। এ নিয়ে কবিতা ও পলাশের মধ্য হাতাহাতি এবং জূতাপেটার ঘটনা ঘটে। এরজের ধরে রাত ৯ টার দিকে পলাশের সিঙ্গাপুর প্রবাসী ছেলে প্রভাষ মজুমদার তার বাড়িতে হামলা চালিয়ে স্ত্রী কবিতাকে কুড়ালের আছাড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। রাতেই গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধারের পর চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার পর থেকে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রীয়া বিরাজ করছে।
চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহারুখ চৌধুরী জানান, অসুস্থ গৃহবধূ কবিতার চিকিৎসা চলছে। তার সম্পূর্ণ সুস্থ্য হতে আরো সময় লাগবে।
এ ব্যাপারে পলাশ মজুমদার কু-প্রস্তাবের কথা অস্বীকার করে জানান, গৃহবধূ কবিতা অহেতুক তাকে জূতাপেটা করেছে। তাই তার ছেলে প্রভাষ তাদের উপর চড়াও হয়েছে।
চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ জানান, ওই গৃহবধূকে মারধর করা হয়েছে। এটা সত্য।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাতেই ঘটনান্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।