সাতক্ষীরায় যুদ্ধাপরাধসহ অর্ধশতাধিক মামলার আসামি আকবর আলী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:৩২, ৩১ অক্টোবর ২০১৯

সাতক্ষীরার কালিগঞ্জে যুদ্ধাপরাধসহ অর্ধশতাধিক নাশকতা মামলার পলাতক আসামি জামায়াত নেতা মাওলানা আকবর আলীকে গ্রেফতার করেছে পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

বুধবার রাত ১১ টার দিকে যৌথ অভিযানে কলারোয়া উপজেলার ব্রজাবক্স গ্রামের তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাও.আকবর আলী কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের মৃত শেখ জবেদ আলীর ছেলে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও এন.এস.আই এর উপ-পিরচালক মোঃ জাকির হোসেন জানান, আকবর আলীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী মামলাসহ ২০১৩ সালে নাশকতায় অভিযোগে জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ৫০ টিরও বেশি মামলা রয়েছে। ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে মাওলানা আকবর নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৩ সাল থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলারোয়া উপজেলার ব্রজাবক্স এলাকায় তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, আকবর আলীর বিরুদ্ধে ২০০৯ সালে যুদ্ধাপরাধের মামলা দায়ের হয়। যার নং-জিআর ৯২/৯, কালিগঞ্জ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top