খুলনায় হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে আটক ৫

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২২:০৩, ৩১ অক্টোবর ২০১৯

খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়স্থ সবুজ বাংলা আবাসিক হোটেল থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জন নারী পুরুষকে আটক করেছে খুলনা থানা পুলিশ।  বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে ৩জন পুরুষ ও ২জন মহিলাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই মো. শরীফুল আলম ৫ জনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মো আতিকুস সামাদ তাদের প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।

অভিযুক্তরা হলেন, নগরীর ১১৩, আপার যশোর রোডের মৃত. ইবাদ আলি শেখের ছেলে টিটু শেখ (৪০), খুলনা জেলার তেরখাদা থানার মোকামপুর গ্রামের মৃত. জলিল শেখের ছেলে মো. শফিক শেখ (৩০), রূপসা থানার আইচগাতি গ্রামের মোস্তাফিজের স্ত্রী মোছা. তাহমিনা বেগম (২৫), ফরিদপুর জেলা সদরের পার্বত মোড় এলাকার মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা. সুমি বেগম (২৮) ও বাগেরহাট জেলার মোল্লাহাট থানার চুনখোলা গ্রামের মো. আলেক মোল্লার ছেলে মো. আলমগীর হোসেন (৩৮)।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফেরিঘাট মোড়স্থ সবুজ বাংলা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন খুলনা থানার এসআই মো. শরীফুল আলম। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫জনকে গ্রেফতার করা হয়। তাদের গতকাল আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মো আতিকুস সামাদ প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন যার প্রসিকিউশন নং-৩২৪/১৯।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top