চিতলমারী প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ২০:৪৩, ৩০ অক্টোবর ২০১৯
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ স্কাউটস চিতলমারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
উপজেলা স্কাউটস্রে সভাপতি ও নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, ওসি (তদন্ত) মোঃ একরামুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মফিজুর রহমান, শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, একডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলে পধাদিকার বলে নির্বাহী অফিসার মো: মারুফুল আলমকে সভাপতি ও সর্বসম্মতিক্রমে এস এম সোয়েল মোল্লাকে কমিশনার এবং আজগর আলী শেখকে সম্পাদক নির্বাচিত করা হয়।