খুলনায় জেএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:২৮, ৩০ অক্টোবর ২০১৯

খুলনা মেট্রোপলিটন এলাকায় আগামী ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণি) পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রেপলিটন পুলিশ কমিশনার আদেশ ও নিষেধাজ্ঞা জারী করেছেন।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একসাথে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা ঐ জাতীয় কোন পদার্থ বহন এবং কোন প্রকার লাউডস্পিকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

উল্লেখ্য, মেট্রোপলিটন এলাকায় ৩৭টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি এবং এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top