নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৬:২৫, ৩০ অক্টোবর ২০১৯
সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকের কাছ থেকে ঘুষ নেয়ার সময় এক আনসারকে হাতেনাতে আটক করেছে এনএসআই সদস্যরা।
আটক ইজ্জত আলী যশোর জেলার মনিরামপুর থানার পারখাজুরা গ্রামের ঈমান আলীর ছেলে।
এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মো. জাকির হোসেন জানান, সাতক্ষীরার পলাশপোল পাসপোর্ট অফিসে দালালদের দৌড়াত্ম ও ঘুষ লেনদেনের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আনসার সদস্য ইজ্জত আলীকে ঘুষসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।