গণপূর্তের ১১ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, প্রবর্তন | প্রকাশিতঃ ১৬:২২, ৩০ অক্টোবর ২০১৯

চলমান শুদ্ধি অভিযানে নাম আসা গণপূর্ত অধিদপ্তরের ১১ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বাধীন অনুসন্ধান ও তদন্ত সেল থেকে বুধবার (৩০ অক্টোবর) পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দেওয়া হয়েছে।

দুদুক সূত্র জানায়, গণপূর্ত অধিদপ্তরের ১২ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। এ পরিপ্রেক্ষিতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশনটি।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, স্বপন চাকমা, আব্দুল কাদের চৌধুরী, আফসার উদ্দিন, মোহাম্মদ ফজলুল হক ও মো. ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী ও রোকন উদ্দিন, সিনিয়র সহকারী প্রকৌশলী মুমিতুর রহমান এবং কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম।

এর আগে গত ২৩ অক্টোবর একই প্রতিষ্ঠানের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাই, সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকেও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে চিঠি দেয় দুদক।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top