চুকনগর প্রতিনিধি, প্রবর্তন | প্রকাশিতঃ ২১:৩১, ২৯ অক্টোবর ২০১৯
খুলনার চুকনগরে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গগলবার বিকাল সাড়ে ৫ টায় চুকনগর বাসষ্ট্যান্ডে প্রকাশ্যে ধূমপান করায় মোঃ হানিফ,আল মামুন,তপন কুমার ও আবুল বাশারকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহনাজ বেগম। তিনি জানান, প্রত্যেককে ৩“শ টাকা করে মোট ১হাজার ২“শ টাকা জরিমানা আদায় করেন।